পীরগাছায় ইউপি চেয়ারম্যানসহ ২ জনের করোনা শনাক্ত


পীরগাছা (রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০ জন।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন।
তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পারুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের করোনা পজিটিভ আসে। এছাড়া কালিগঞ্জ এলাকায় এক ওষুধ কোম্পানির প্রতিনিধির করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩৭ জন।
অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ১১ জন ও রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
গত ১ মে উপজেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। ##

পুরোনো সংবাদ

হাইলাইটস 3945894345990105571

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item