নীলফামারীতে নতুন করে ৪জন করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/07/Corona_19.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে ৪জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ রবিবার(১৯ জুলাই/২০২০) রাত ৮টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। নতুন ৪জন করোনা পজেটিভদের সকলেই সৈয়দপুর উপজেলার। এর মধ্যে সৈয়দপুর শহরের নয়াটলা এলাকায় তিনজন ও গোলাহাট রেল কলোনী এলাকায় একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮৬ জন। নীলফামারী সদরে ২৬৮জন, জলঢাকা উপজেলায় ৮৯জন, সৈয়দপুর উপজেলায় ৮০জন, ডিমলা উপজেলায় ৬০জন, ডোমার উপজেলায় ৫১জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৪৪৬। চিকিৎসাধীন রয়েছে ১০১জন। এরমধ্যে ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ২৭ জন। মৃত্যু হয়েছে ২ নারীসহ ৯ জন। এছাড়া নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত ১৩২জন।