নীলফামারীতে এক চীনা নাগরিক সহ নতুন করে ২ জন করোনা পজেটিভ


নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী উত্তরা ইপিজেডের এক চীনা নাগরিক সহ জেলায় নতুন করে দুইজনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ রবিবার(১২ জুলাই/২০২০) সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে করোনা পজেটিভদের মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডের ৫০ বছরের একজন চীনা নাগরিক ও ডোমার উপজেলার ছোট রাউতা শাহপাড়ার একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন। নীলফামারী সদরে ১৯৬জন, জলঢাকা উপজেলায় ৮৩জন, সৈয়দপুর উপজেলায় ৭১জন, ডিমলা উপজেলায় ৫২জন, ডোমার উপজেলায় ৪৫জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩৪৫। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৪ জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন। এছাড়া নীলফামারী উত্তরা ইপিজেডে ৮ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৪৩জন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 4611772684086765786

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item