নীলফামারীতে তিন নারী সহ নতুন করে চারজন করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/07/Corona%20.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে চারজনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ রবিবার(২৬ জুলাই/২০২০) রাত ৯টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত রির্পোটে চারজন করোনা পজেটিভদের মধ্যে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের একজন চিকিৎসক, নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিঃ’এর একজন নারী, সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় সদর হাসপাতালের এক নারী নার্স ও কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের এক নারী।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬২৫ জনের মধ্যে সদরে ২৮৮ জন, ডোমার উপজেলায় ৫৩ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন, জলঢাকা উপজেলায় ৯৪ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪২ জন ও সৈয়দপুর উপজেলায় ৮৪ জন রয়েছেন। নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ৯৯জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩০ জন, চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন, এরমধ্যে ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ৩৪ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন। মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে এক নারীসহ তিনজন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুজন, কিশোরীগঞ্জ উপজেলায় একজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন।