তেঁতুলিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
https://www.obolokon24.com/2020/07/Accident%20.html
পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট বাজারে মোটর সাইকেলের ধাক্কায় তমিজ উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তিরনই হাট বাজারে এ দূর্ঘনাটি ঘটে।
নিহত তমিজউদ্দীন তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের দগরবাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন জুম্মার নামাজ শেষে একটি অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে তিরনই হাট বাজারে ইজিবাইকে উঠার সময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা গামী একটি মোটর সাইকেল বৃদ্ধকে সজোরে ধাক্কা দিলে তমিজ উদ্দীন রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কামিয়াবী দৃষ্টি জানান, তমিজ উদ্দীনের মাথায় ও কানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। তার প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।