ডোমারের গোমনাতীর নিবির টেলিকমের চুরি যাওয়া ট্যাব উদ্ধার, চোর গ্রেফতার।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে চুরি যাওয়া ট্যাব উদ্ধার, চোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, উপজেলা মৌজা বামুনিয়া উত্তরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মোজাহারুল ইসলাম (৩৫) গোমনাতী বাজারে নিবির টেলিকম নামক ব্যবসা চালিয়ে আসছে। গত ২৩/১১/১৯ তারিখে গভীর রাতে তার দোকানের চাল ও ছাদ কেটে চোর ভিতরে প্রবেশ করে গ্রামীন ফোন কোম্পানীর দেয়া একটি ট্যাবসহ বেশ কয়েকটি মোবাইল ফোন, রিচার্জ কার্ড ও নগদ অর্থ প্রায় ৭০হাজার টাকা চুরি হয়। এ বিষয়ে মোজাহার বাদী হয়ে গত ২৪/১১/১৯ তারিখে ডোমার থানায় জিডি নং-১১৬০ দায়ের করে। উক্ত জিডির ভিত্তিতে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান অভিযান চালিয়ে গত ১৮/০৬/২০ তারিখে চোরাইকৃত গ্রামীন ফোন কোম্পানীর ট্যাবসহ চোর রবিউল ইসলাম সাদ্দাম (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত রবিউল ইসলাম সাদ্দাম উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা জলদান পাড়া এলাকার তহিদুল ইসলামে ছেলে। রবিউলের স্বীকারত্তি অনুযায়ী ওই দিন ৫জনের বিরুদ্ধে ৪৬১/৩৮০/৪১১ধারায় মামলা নং-০৯, তারিখ-১৮/০৬/২০ দায়ের করে মোজাহারুল। পরদিন গ্রেফতারকৃত রবিউল ইসলাম সাদ্দামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, তারা একটি চোর চক্রের সাথে জড়িত। ডোমার, ডিমলা, জলঢাকাসহ বিভিন্ন এলাকায় তারা অপকর্ম করে। রবিউল ইসলাম সাদ্দামের নামে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।    

পুরোনো সংবাদ

নীলফামারী 7415251300181485262

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item