পাগলাপীরের হরকলি’র হাট হতে বালাপাড়া যাওয়া সড়কটি স্বাধীনতার ৪৯ পঞ্চাশ বছরেও পাকাকরণ হয়নি


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের হরকলি হাট আব্দুল্লাহপুর মোড় হইতে একই উপজেলার মমিনপুর ইউনিয়নের বালাপাড়া যাওয়া দুই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে পাকাকরণ না হওয়ায় শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনের ভোগান্তি  চরমে উঠেছে। জানাগেছে পাগলাপীরের হরকলি’র হাট আব্দুল্লাহপুর মোড় হাইওয়ে সড়ক হতে মিলের পাড় হয়ে বালাপাড়া জামে মসজিদ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে পাকাকরণ করা হচ্ছে না। কবে নাগাদ পাকাকরণ করা হবে আজও জানে না সড়কে চলাচলরত দুই ইউনিয়নের অর্ধলক্ষ জনগোষ্ঠী। সড়কটি দীর্ঘদিন ধরে পাকাকরণ না হওয়ায় শিক্ষার্থী পথচারী সহ ভুক্তভোগী সাধারন মানুষজনের দূর্ভোগ বেড়ে চলছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিপাতে সড়কটির বিভিন্ন স্থানে পানি সড়কে আটকে পরে জলাশয়ের সৃষ্টি হয়ে পরে, কোথাও কোথাও কাঁদা-পানি একাকারে পরিণত হয়ে পরছে। ফলে রিক্সা-ভ্যান, অটো-সিএনজি, মটর সাইকেল, বাই-সাইকেল সহ নানা হালকা-পাতলা যানবাহন চলাচল করা তো দ‚রের কথা শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনের চলাচল দুঃসাধ্য হয়ে পরায় সড়কে চলাচলরত ভুক্তভোগী সাধারন মানুষজনকে দীর্ঘপথ অতিক্রম করে পাগলাপীর-রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হচ্ছে। ইতিপূর্বে এ সক্রান্ত প্রতিবেদন জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্র ও অনলাইন সহ বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বছরে একবার টেন্ডার করা হলেও প্রকল্পের বরাদ্দের টাকার পরিমাণ কম হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বাদ দেয়। এর ফলে শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনকে স্বাধীনতার ৪৯ বছর ধরে দ‚র্ভোগের মধ্যে সড়কটিতে চলাচল করতে হচ্ছে। অথচ প্রতি জাতীয় সংসদ, উপজেলা-জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এলে এই দুই কিলোমিটার সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতির  শেষ নাই। নির্বাচন শেষ হলে জনপ্রতিনিধিদের কাউকে এলাকায় খুজে পাওয়া প্রতিশ্রুতি না। তাই এলাকাবাসীর দাবি, অবিলম্বে পাগলাপীরের হরকলির হাট হতে বালাপাড়া যাওয়া দুই কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। 

পুরোনো সংবাদ

রংপুর 5458726750684681078

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item