তিস্তায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি
https://www.obolokon24.com/2020/06/rangpur_21.html
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের বর্ষণের ফলে রংপুরের পীরগাছায় তিস্তা নদীর পানি দ্রুতগতিতে বেড়েই চলেছে। শনিবার থেকে— কাউনিয়া পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলায় তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে ফসলি জমি।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে উজানে ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধা ৬টায় দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল নেমে আসা অব্যাহত থাকলেও সন্ধ্যা ৬টায় কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সকাল থেকে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এদিকে হঠাৎ তিস্তায় পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চরের নিম্নাঞ্চলে আবাদকৃত সবজি, বাদাম, পাটসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
শিবদেব চরের কৃষক হাসেন আলী জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকাল থেকে পানি প্রবাহ বেড়েই চলছে। এতে চরের ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে বাঁধের ভিতরে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তবে দ্রুত পানি কমে যাবে। ফলে বন্যার তেমন আশঙ্কা নেই।