পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/06/rangpur_18.html
পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল-হাজ্জাজের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন।
তিনি জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা পজিটিভ আসে। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে মোট ২৩ জন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আট জন ও রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল-হাজ্জাজের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন।
তিনি জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনা পজিটিভ আসে। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে মোট ২৩ জন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আট জন ও রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।