পাগলাপীরে ডালিয়া সড়কে আরসিসি ঢালাই’র কাজ শুরু
https://www.obolokon24.com/2020/06/ra_18.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ রংপুরের পাগলাপীরের ডালিয়া সড়কে গোলচত্ত্বর হতে সাজু’র খড়ির দোকান ২৮০মিটার আরসিসি ঢালাই’র কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সড়ক ও জনপদ বিভাগ রংপুর কর্তৃপক্ষ উক্ত সড়কের আরসিসি ঢালাই’র কাজ উদ্বোধন করেন। জানাগেছে, ডালিয়া-বুড়িমারী সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের গোলচত্ত্বর, মাজার শরীফের সামন, মা হোমিও হলের সামন সহ সড়কটির বিশেষ করে ১ কিলোমিটার জুড়ে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং, পাথর, খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে পরেছে সড়কটি। এ সংক্রান্ত প্রতিবেদন দৈনিক যুগের আলো, জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এবং অনলাইন সহ সোস্যাল মিডিয়ার প্রকাশ হলে প্রশাসনের কনক পড়ায় অবশেষে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন সরকার ও তার প্রশাসন।