জলঢাকায় অভ্যন্তরীণ ধান, চাল সংগ্রহ্ অভিযানের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ  অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় খাদ্য গুদাম মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অবঃ মেজর রানা মোহাম্মদ সোহেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার ভূমি মহী উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ্ মোহাম্মাদ মাহফুজুল হক, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদিশ চন্দ্র রায়, খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমন, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, উপ-খাদ্য পরিদর্শক হাসান মোহাম্মাদ আজিজুল হাকিম প্রমুখ। খাদ্য বিভাগ সুত্রে জানা যায় এবারের চলতি মৌসুমে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ হাজার ৪৮ জন কৃষকের মাঝ থেকে ২৬ টাকা দরে ৩ হাজার ৪৮ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়াও উপজেলার মিল চাতাল মালিকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ৪ হাজার ১ শত ৬৪ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে। স্থানীয় এমপি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করায় এবার দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। করোনা মহামারিতেও উপজেলা কৃষি কর্মকর্তা কর্মচারি ও কৃষকদের অক্লান্ত শ্রমে বোরোর টার্গেট অতিক্রম করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাতাল ব্যবসায়ী, কৃষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 406548316931907416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item