নীলফামারীতে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি তৈরীতে কর্মশালা


নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের আয়োজনে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে সকাল ১১টা থেকে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন,‘বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে ১ কোটি ২০ লক্ষের অধিক বাংলাদেশি কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে ১৬ বিলিয়নের অধিক মার্কিন ডলর রেমিটেন্স আয় করছেন। আরও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ মানুষের কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা নিয়েছেন। সে পরিকল্পনায় প্রতিটি উপজেলা থেকে বছরে ১ হাজার দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি’।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতারের সভাতিত্বে ওই কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, এভারগ্রীণ হাউস কিপার প্রশিক্ষন কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মেজর (অব.) হারুর অর রশিদ প্রমুখ।
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ওই লক্ষ্য পূরণে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীতে কাজ করছি আমরা। এরমইধ্যে প্রশিক্ষণ কেন্দ্রটিতে চাইনিজ, কোরিয়ান, জাপানি ভাষা কোর্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কনিডশন, মেকানিক্যাল, গার্মেন্টস (ড্রেস মেকিং), জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল কোর্স চালু আছে। ২০১৬ সালে প্রশিক্ষণ কেন্দ্রেটির কার্যক্রম শুরুর পর এসব কোর্সে প্রশিক্ষণ নিয়ে ৩৩ জন যুবকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। আরও ১৩ জন বিদেশ গমনের প্রস্তুত রয়েছেন। সকলের সহযোগিতা পেলে দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে প্রধানমন্ত্রীর ওই লক্ষ্যমাত্রা আমরা অবশ্যই পূরণ করতে পারবো’।#

পুরোনো সংবাদ

নীলফামারী 1539483194072933497

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item