নীলফামারীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্ত
https://www.obolokon24.com/2020/06/nilhdamari.html
নীলফামারী প্রতিনিধি॥ কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলা নতুন করে আরও ৬ জন পজেটিভ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৫ জুন/২০২০) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৭,১৮ ও ২২ জুনের প্রেরিত রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
৬ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের একজন, নীলফামারী পৌরসভার পাঁচমাথা এলাকার একজন, সদর উপজেলার কাছারী বাজার এলাকার এক যুবক। সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবুপাড়া এলাকার একজন, সৈয়দপুর উপজেলার খালিশা পালপাড়া এলাকার একজন ও খালিশা ব্রহ্মতল এলাকার একজন।
সূত্র মতে, এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো মোট ৩২৫ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১০২, জলঢাকা উপজেলায় ৬৪, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪৫, ডোমার উপজেলায় ৩৭ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯৩ জন। #