বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা-
জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মাহমুদুল হাসান সিহাবের বিরুদ্ধে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার অভিযোগে  মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ সহ এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার প্রধান সড়কের প্রেস ক্লাবের সামনে ওই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাকাল ব্যাপী কর্মসুচিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরফিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম রাম রায়, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান,মুক্তিযোদ্ধা মঞ্চের মোজাহিদ ইসলাম সুজন প্রমুখ। বক্তরা উক্ত ইউপি চেয়ারম্যানকে বরাখাস্ত ও গ্রেফতারের দাবি জানিয়ে বলে বিএনপি নেতা উক্ত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ৭১ সালের স্বাধীনযুদ্ধের রাজাকার তৎকালিন থানার রাজাকার আলবদর কমিটির সভাপতি  ইউপি চেয়ারম্যানের দাদা মোশাররফ হোসেন লেবু, ইউপি চেয়ারম্যানের বাবা মোজাহার হোসেন দুলাল ও তার (ইউপি চেয়ারম্যান) ছবি পাশাপাশি জুড়িয়ে টাঙ্গিয়ে দিয়ে রাখে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কোন অনুতপ্ত না হয়ে বরং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের সৃস্টি করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীতে অবমাননা করে আসছে। তাই দ্রুত ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত ও গ্রেফতারের দাবি তোলা হয়। কর্মসুচি শেষে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বরাবর একটি স্মারক লিপি উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও)মাধ্যমে প্রদান করে।  

উপজেলা নিবার্হী কর্মকতার্ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান স্মারকলিপিটি যথা স্থানে প্রেরন করা হবে। পাশাপাশি তিনি জানান উক্ত ইউপি চেয়ারম্যানকে  এ ঘটনায় শোকজ করা হয়েছে ও তিন সদস্যের একটি তদন্তটিম গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে

পুরোনো সংবাদ

নীলফামারী 7212696452484804429

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item