চিলাহাটিতে করোনাকালিন সামাজিক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা।
https://www.obolokon24.com/2020/06/domar_23.html
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে তরুন সমাজ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সাথে “করোনাকালিন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২জুন) বেলা ২টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, একশন ফর ইম্প্যাক্ট (অ৪১) প্রকল্প। ইউপি চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে যুব প্রচেষ্টা’র সভাপতি মোকাদ্দেস হোসেন লিটুর সঞ্চালনায় ইউপি সচিব মাহাবুবুর রহমান, অর্ণিবান যুব সংঘের সভাপতি রাজিব ইসলাম, দৃঢ় প্রত্যয় সংগঠনের সাধারণ সম্পাদক জেসমিন তারিফ জুঁই, দূর্বার যুব সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়া, সংগঠক আলেকুজ্জামান, মনিরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় পরিষদের সকল ইউপি সদস্য, সূধীজন, গণমাধ্যম কর্মীসহ যুব সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। বক্তাগণ চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ, করোনাকালিন সামাজিক নিরাপত্তা ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন।