পার্বতীপুরে একজন মুক্তিযোদ্ধার কাগজ ভূয়া প্রমানিত হওয়ায় গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
https://www.obolokon24.com/2020/06/dinajpur_30.html
পার্বতীপুরে একজন মুক্তি যোদ্ধার কাগজ ভূয়া প্রমানিত হওয়ায় গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তিনি হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌর এলাকার রিয়াজ নগর মহল্লার মোঃ আবু তাহের। তার পিতা হলো ছহির উদ্দীন। চাকুরী করতেন পার্বতীপু উপজেলায় হিসাব রক্ষন অফিসে অডিটর পদে। মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দেখে তিনি মনে মনে মুক্তিযোদ্ধা হওয়ার স্বপ্ন দেখেন। এ স্বপ্ন পূরন করতে তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন না করে ভূয়া কাগজ পত্র তৈরী করে রাতারাতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা গেজেট এ নাম অন্তর্ভুক্ত করে মুক্তিযোদ্ধা বনে যান। যার গেজেট নং ৩৬৫৪। জামুকার ৬১ তম সভার সিন্ধান্তের আলোকে এ গেজেট টি ২ জুলাই ২০১৯ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় বাতিল করেন। যার স্বারক নং ৪৮.০০.০০০০.০০৪.৩৭.২০.৬১.১৯(অধিশাখা-২)১৫৫২। আবু তাহের মুক্তিযোদ্ধা হয়ে চাকুরী করা কালে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করেন এবং মুক্তিযোদ্ধা হিসাবে ২বছর বেশী সময় চাকুরী করেন।এছাড়া প্রতি মাসে ১০হাজার টাকা করে ভাতা উত্তোলন করেন। মুক্তিযোদ্ধার কোঠায় সন্তানদের সরকারী চাকুরী বাগিয়ে নেন। যে বহি ব্যবহার করে ভাতা উত্তোলন করতেন তার বহি নাম্বার হলো ৬৩৮।এবং হিসাব নাম্বার ০২৬০০৬৩৮৭। এ চিঠি পার্বতীপুর উপজেলা পৌছলে উপজেলা সমাজ সেবা অফিস ভাতা বন্ধ করে দেন।এলাকার সচেতন মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনার লালন কারী মানুষ দাবী তুলছে তার সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা ও তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী। পার্বতীপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদ বলেন ভূয়া কাগজ পত্র দেখে তালিকা নাম যুক্ত করা এটি একটি বড় ধরনের অপরাধ। তার শাস্তি চাই।এব্যাপারে আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি গেজেট বাতিলের কাগজ পেয়েছি।এবং আদালতে বাত্লি আদেশ বন্ধের জন্য মামলা করেছি। মামলা নাম্বার জানতে চাইলে তিনি দিতে পারেনি। এবং কোন তারিখে মামলা করছে সেটাও জানাতে পারে নাই। এব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার তাপস রায় বলেন সরকারী আদেশ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে তার ভাতা বন্ধ করা হয়েছে।