নবাবগঞ্জে গাঁজা ও হুইস্কি সহ আটক ২ জন
https://www.obolokon24.com/2020/06/dinajpur_29.html
বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা দিনাজপুরের নবাবগঞ্জে পৃথক ২টি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজিগাঁজা ও ২ বোতল হুইস্কি (মদ) উদ্ধারসহ ২ জনকে আটক করেছে। এ পি বি এনের এসআই আব্দুল মাজেদ জানান ২৭ জুন শনিবার বেলা ৩ টার দিকে ভাদুরিয়া ইউনিয়নের ধরন্দা হাই স্কুলের বারান্দা থেকে বাজিতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুসা মিয়া(৩০) কে ১ কেজি গাঁজাসহ আটক করে।
অপরদিকে একই দিন বেলা ৪ টার দিকে পুটিমারা ইউনিয়নের চড়াহাট ইউনিয়ন ভূমি অফিসের নিকট থেকে ২ বোতল হুইস্কি(মদ)সহ আন্দোলগ্রামের(সারাইপাড়া)মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(৩৫) কে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নবাবগঞ্জ থানায় সোপর্দ পূর্বক মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।