নবাবগঞ্জে গাঁজা ও হুইস্কি সহ আটক ২ জন

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা দিনাজপুরের নবাবগঞ্জে পৃথক ২টি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজিগাঁজা ও ২ বোতল হুইস্কি (মদ) উদ্ধারসহ ২ জনকে আটক করেছে। এ পি বি এনের এসআই আব্দুল মাজেদ জানান ২৭ জুন শনিবার বেলা ৩ টার দিকে ভাদুরিয়া ইউনিয়নের ধরন্দা হাই স্কুলের বারান্দা থেকে বাজিতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুসা মিয়া(৩০) কে ১ কেজি গাঁজাসহ আটক করে।

অপরদিকে একই দিন বেলা ৪ টার দিকে পুটিমারা ইউনিয়নের চড়াহাট ইউনিয়ন ভূমি অফিসের নিকট থেকে ২ বোতল হুইস্কি(মদ)সহ আন্দোলগ্রামের(সারাইপাড়া)মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(৩৫) কে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নবাবগঞ্জ থানায় সোপর্দ পূর্বক মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3500343556171146244

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item