ডোমারে ভূমি দখলদারদের তান্ডবে অসহায় একটি পরিবার

এ.আই.পলাশ/আশরাফুল হক কাজলঃ
ডোমার উপজেলার উত্তর গোমনাতী গ্রামের তইবুল ইসলামকে পৈত্রিক সম্পতি জোর প‚র্বক দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। আদালতে ও থানায় পৃথক মামলা দায়ের করার পরও প্রতিপক্ষরা একের পর এক হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটায় পানির বাধ কেটে দিয়ে মাঠের জমির উপর চড়াও হয়ে বসতভিটায় হামলা চালিয়ে তইবুল ইসলামের স্ত্রী শেফালী বেগমকে বেদম মরপিঠ করার অভিযোগ পাওয়া গেছে।
মামলা স‚ত্রে ও সরেজমিনে জানা গেছে, উপজেলার উত্তর গোমনাতী গ্রামের মৃত জসিমুদ্দীনের পুত্র তইবুল ইসলাম তিন কন্যা সন্তানের জনক। এমতাবস্থায় তইবুলের কোন পুত্র সন্তান না থাকায় তার বিষয় সম্পদের উপর লোলুপ দৃষ্টি পড়ে প্রতিপক্ষদের। তারা সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন কৌশলে তইবুলের জমিজমা ও বসতভিটা জবর দখলের জোর চেষ্টা চালাতে গিয়ে হামলা চালায়। অবশেষে তইবুল নিরুপায় হয়ে নীলফামারী জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলা নং অন্য ২১/১৯। আদালতে বাটোয়ারা মামলা দায়ের করার পর তইবুরের ভোগ দখলীয় জমি অন্যায় ভাবে জবর দখল করতে গিয়ে মারপিঠসহ খুন করার বিভিন্ন ভয়ভীতির হুমকি প্রদান করতে থাকে। ঘটনার দিন একই গোষ্টির মিয়ার উদ্দিন,স্ত্রী হাজেরা বেগম, পুত্র জাহাঙ্গীর আলম,কিবরিয়া, রাব্বানী ও পুত্রবধু মর্জিনা বেগম লাঠিসোটা,রড,ছোড়া নিয়ে প‚র্নরায় পানির বাধ কেটে দিয়ে মাঠের জমির উপর চড়াও হয়ে বসতভিটার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা বেড়া ভাংচুর করে তইবুলের স্ত্রী শেফালী বেগমসহ দুই মেয়ের উপর হামলা চালিয়ে বেদম মারপিঠ করে। এতে শেফালী গুরুত্ব আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। নিরুপায় হয়ে তইবুল বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং মামলা নং-০৫/৭৩, ধারা ১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড।আদালতে বাটোয়ারা মামলা ও থানায় নির্যাতনের মামলা দায়ের করা হলে হামলাকারীরা আরো উত্তেজিত হয়ে উঠে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,“ঘটনাস্থল তদন্ত করেছি। বর্তমানে আসামিগণ পালিয়ে আছে, তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে”।

পুরোনো সংবাদ

নীলফামারী 5660954695750960646

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item