নীলফামারীতে নতুন করে আরো ৬ জন করোনা পজেটিভ


নীলফামারী প্রতিনিধি করোনা সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৬ জন শনাক্ত হয়েছে। আজ রবিবার (১৪ জুন/২০২০) সন্ধ্যায় ৭টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ৮,৯ ও ১০ জুনের প্রেরিত নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ফলো আপ নমুনায় নীলফামারী সদরের ২ বছরের এক শিশু পুনরায় পজেটিভ হয়েছে। 
দিনাজপুর হতে প্রেরিত ৬ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী পৌরসভার নিউ বাবু পাড়ায় একজন(৩৭), শহরের কাছারী বাজার এলাকায় একজন(৩৫), সদর উপজেলার সংগলশী ইউনিয়নের মাঝাপাড়ায় একজন(৪০), সৈয়দপুর উপজেলা শহরের জিআরপি পুলিশ ক্লাবের একজন(২২), বেসিক ব্যাংক লিঃ সৈয়দপুর শাখার একজন(৩৬) ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একজন(২৪) । 
জানা যায়, এ নিয়ে নীলফামারী সদরে মোট ৮০ জন এবং সৈয়দপুর উপজেলায় মোট ৩৪ জন করোনা পজেটিভ আক্রান্ত সংখ্যা দাঁড়ালো। 
সূত্র মতে, জেলায় পূর্বের শনাক্ত সহ এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৪৩ জন। করোনা পজেটিভ হয়ে মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ  হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন। # 

পুরোনো সংবাদ

হাইলাইটস 3814024295116480102

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item