নীলফামারীতে স্বাস্থ্যকর্মী ও ৪ বছরের শিশু সহ নতুন করে আরো ৭ জন করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/06/corona_23.html
নীলফামারী প্রতিনিধি॥ কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৭ জন শনাক্ত হয়েছে। আজ সোমবার(২২ জুন/২০২০) রাত ৮টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৫ ও ১৮ জুনের প্রেরিত ৩৬টি নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
৭ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারীর জলঢাকায় ৩ জন। এরা হলো পৌরসভার কলেজ পাড়ায় ৪ বছরের শিশু, জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকাউট এলাকার স্বাস্থ্যকর্মী, শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ এলাকার এক যুবক। নীলফামারী সদরে ৪ জন। তারা হলেন উত্তরা ইপিজেডের মার্জেন কোঃ একজন, নীলফামারী পৌরসভার ঈশা কাউন্সিলরের ছেলে, হাড়োয়া সুইচ গেটের এক যুবক এবং সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কুরানীপাড়ার এক যুবক। #