পাগলাপীরে করোনায় সনাক্ত ব্যাক্তি অবাধে চলাফেরা করায় আক্রান্তের আশঙ্কায় মানুষজন আতঙ্কিত
https://www.obolokon24.com/2020/06/corona_21.html
পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে করোনায় আক্রান্ত সনাক্ত ব্যক্তিরা সামাজিক দ‚রত্ব বজায় না রেখে সমাজের অন্য দশ জনের মতো স্বাভাবিক অবাধে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা-বাণিজ্য করায় আক্রান্তের আশঙ্খায় ক্রেতাসহ সাধারন মানুষজন আতঙ্কিত হয়ে পরছে। জানাগেছে সাম্প্রতি পাগলাপীরে কিছু ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে পরলে চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠলেও নতুন করে আরো ২/৩ জন ব্যক্তি করোনায় আক্রান্তের শিকার হন। এইসব করোনা সনাক্ত ব্যক্তিরা চিকিৎসা গ্রহণ করলেও মানছেন না সামাজিক দ‚রত্ব, সরকারী কোন নির্দেশনা। পাগলাপীর বন্দরের সৈয়দপুর রোডস্থ মফিজ উদ্দিন মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী নিউ ঁেরনেসা ডিজিটাল স্টুডিও এন্ড ফটোস্ট্যাট এর মালিকের মোকছেদুল ইসলাম সজল, অল ইন ওয়ান কম্পিউটার এন্ড ক্রোকারিজ এর স্বত্তাধিকারী মোঃ মনোয়ার হোসেন, রোকন মিয়া, আল-আমিন, মঞ্জুর আলী, অর্জুন রায় সহ স্থানীয় বিভিন্ন মহল সাংবাদিককে অভিযোগ করে বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আজও পর্যন্ত কোন দেশে তৈরী হয়নি ভ্যাকসিন/টিকা। করোনায় সনাক্তকারী ব্যক্তিদের নিয়মমাফিক চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠলেও কেউ কেউ মৃত্যুবরণ করছেন। তাই করোনা ভাইরাস থেকে যেখানে নির্দিষ্ট চিকিৎসা সেবা নেই, সেখানে কি করে সনাক্তকারী ব্যক্তিরা প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে সমাজের অন্য দশ জনের মতো চলাফেরা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা-বাণিজ্য করতে পারে।