নীলফামারীতে একদিনে ৪১ জন করোনা পজেটিভ,মোট শনাক্ত ২০০




নীলফামারী প্রতিনিধি করোনা সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলা এবার দুইশত জনে দাঁড়িয়েছে। আজ বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে ৩ ও ৪ জুন প্রেরিত নমুনায় ২৯ জন ও একই দিন রাত ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট হতে ৫ ও ৬ জুন প্রেরিত নমুনায় ১২ জন সহ একদিনে ৪১ জন করোনা পজেটিভ হয়েছে। জেলায় প‚র্বের শনাক্ত ১৫৯ জন। এ নিয়ে জেলায় সর্বমোট শনাক্ত ২০০ জন হলো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯। আইশেলসনে চিকিৎসাধীন রয়েছে ১২৭জন। আর মৃত্যু বরন করে ৪ জন। 
ঢাকা হতে প্রেরিত রির্পোটের ২৯ জন পজেটিভের মধ্যে নীলফামারী সদরে ৮, জলঢাকা উপজেলায় ১৯ ও সৈয়দপুর উপজেলায় ২জন। 
দিনাজপুর হতে প্রেরিত ১২ জন পজেটিভের মধ্যে ডিমলা উপজেলার তিস্তা নদীর চরখড়িবাড়ি গ্রামে একই পরিবারের ৫ , পশ্চিমছাতনাইয়ে স্বামী স্ত্রী ২ সহ ৯ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছে। 
স্থানীয় স্বাস্থ বিভাগ মতে ছয় উপজেলার মধ্যে করোনা শনাক্তদের মধ্যে নীলফামারী সদরে ৬৮,জলঢাকা উপজেলায় ৩৬,সৈয়দপুর উপজেলায় ২৯, ডিমলা উপজেলায় ২৬,ডোমার উপজেলায় ২৩ ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৫।#


পুরোনো সংবাদ

হাইলাইটস 3167519059215477115

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item