ডোমারে খালের পানিতে ডুবে কোরআন হাফেজের মৃত্যু
https://www.obolokon24.com/2020/06/blog-post_47.html
নীলফামারী প্রতিনিধি॥ গোসল করার জন্য বন্ধুদের সাথে ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দিয়ে গভীর পানিতে ডুবে ওমর ফারুক (১৪) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। আজ সোমবার(২৯ জুন/২০২০) সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি মৌয়ামারী এলাকার জানেরপাড় ব্রীজে ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক ওই এলাকার সৈয়দ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওমর ফারুক তার কয়েকজন প্রতিবেশি বন্ধুর সাথে স্থানীয় জানেরপাড় ব্রীজের নিচে খালের পানিতে ব্রীজের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে হৈ হুল্লোর করে খেলা করে। ওমর ফারুক সাঁতার না জানায় অসাবধনতাবশত খালের গভীর পানিতে ডুবে যায়। সে সময় অন্যান্যরা চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে পানিতে খোঁজাখুজি শুরু করে। প্রায় এক ঘন্টা পরে পানির নিচে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনাকালিন পরিস্থিতিতে সামাজিক স্বাস্থ্য বিধি মেনে বাদ মাগরিব জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।