পাগলাপীরে হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন জাতের আমের বেচা-বিক্রি জমছে

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট-বাজারে হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন জাতের আমের বেচা-বিক্রি জমে উঠেছে। মূল্য একটু চড়া হলেও আম সুস্বাধু মিষ্টি জাতীয় মৌসুমী ফল হওয়ায় পাগলাপীর অঞ্চলের নিম্ন আয়ের ছিন্নমূল মানুষজন সহ সমাজের সর্বশ্রেণির ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করছেন হাড়ি ভাঙ্গা সহ নানান জাতের আমের। সরেজমিনে পাগলাপীর বন্দরের গোল চত্ত্বরের ফলমূলের বাজার ঘুরে দেখা যায় রংপুরের পদাগঞ্জে হাড়ি ভাঙ্গা সহ রাজশাহী ও দিনাজপুরের বিভিন্ন জাতের আমের ব্যাপক আমদানী। ব্যবসায়ীরা প্রতি কেজি হাড়ি ভাঙ্গা ৪০/৫০ টাকা, কুয়া পাহাড়ী ৪০টাকা, দিনাজপুরের আটির ২৫/৩০টাকা, সূর্যফলী ৬০টাকা, আম্রকলী ৫০টাকা, রাজশাহীর রত্না ৪০টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আব্দুর রাজ্জাক সহ কয়েকজন ফলমূল ব্যবসায়ী সাংবাদিককে বলেন, বর্তমান ফলমূলের বাজারে হাড়ি ভাঙ্গা জাতের আমের চাহিদা ক্রেতাদের মাঝে বেশী। কেননা এ জাতের আম সুস্বাধু ও মিষ্টি হওয়ায় ধনী-গরীব সহ সকল শ্রেণির ক্রেতারা দুই কেজি, পাঁচ কেজি করে  হাড়ি ভাঙ্গা আম ক্রয় করছেন, আবার অনেকে তারও বেশী ক্রয় করছেন হাড়ি ভাঙ্গা আম। ব্যবসায়ীরা আরো বলেন, রাজশাহীর ফজলি আম বাজারে এখনও আমদানী হয়নি তবে, খুব শীঘ্রই এ জাতের আমের বাজারে আমদানী হবে বলে তারা আশা প্রকাশ করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 4826457124531626586

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item