পাগলাপীরে ১২’শ পরিবারকে ত্রাণ বিতরণ

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের করোনা ভাইরাস মোকবেলায় ক্ষতিগ্রস্ত ১২’শ পরিবারকে ১০ কেজি করে ত্রানের চাল বিতরন করলেন ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। তিনি রবিবার ২৮ শে জুন সকাল হতে পরিষদ সংলগ্ন সিবের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ত্রানের চাল বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ত্রান বিতরন কর্মকর্তা, অত্র ইউপি সচিব, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য/সদস্যা বৃন্দ সহ গনমাধ্যম কর্মীরা। ত্রান বিতরন পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন বলেন করোনা ভাইরাস দিন দিন মহামারিতে পরিনত হয়ে পড়ছে। এ রোগের এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন ভ্যাকসিন/টিকা বের হয়নি। নিয়মমাফিক চিকিৎসায় করোনা আক্রান্ত মানুষজন সুস্থ হয়ে উঠছে। করোনা ভাইরাস আমাদের মাঝে যেন বিস্তার করতে না পারে, সেজন্য প্রত্যেক জনগনকে সচেতন হতে হবে এবং মুখে মাক্স ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ পরিবার ও দেশ কে রক্ষা করতে হবে। আমাদের ইউনিয়নে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করছেন। ভোটার সংখ্যা ২৫/২৬ হাজার হলেও করোন ভাইরাসে প্রায় ২০ হাজার পরিবার ক্ষতিগ্রস্তের স্বীকার। ইতিমধ্যে মানুষজন করোনার মধ্যেও জীবন বাঁচার তাগিদে কর্মমূখী হয়ে উঠলেও কেউ কেউ প্রানের ভয়ে পরিবারের চাপে কাজ কর্মে যোগদান না করায় অনাহারে-অদ্যাহারে আত্বমানবতার মধ্যে পরিবার পরিজন কে নিয়ে জীবন-যাপন করছেন। ফলে সরকার যে পরিমান ত্রান দিচ্ছেন, সেই ত্রানের চাল  দিয়ে জনগনের পাশে দাড়া খুবই কষ্টকর হয়ে পড়ছে। তাই ত্রানের চাল বরাদ্দের পরিমান বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উপজেলা ও জেলা প্রশাসন সহ সরকারের উদ্ধতম মহলের কাছে জোড় দাবী জানিয়েছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 9132980767019190928

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item