নবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে কাজ করছেন আনসার সদস্যরা
https://www.obolokon24.com/2020/06/blog-post_24.html
করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধ, সামাজিক দুরত্ব নিশ্চিত করণ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিসহ জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা। শনিবার (২০ জুন) সকাল থেকে ৩/৪ সদস্যের পৃথক পৃথক টিম উপজেলার হাট-বাজার, রাস্তার মোড়, জন সমাগম হতে পারে এমন সম্ভাব্য এলাকায় সারাদিন নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তারা। চৌরাস্তা মোড়, কবিরপুর তিনরাস্তা মোড়, করোনা ভাইরাসের ভয়াবহতা বিষয়ে সচেতনতা ও অসহায়-দুস্থ, বৃদ্ধ, শিশু, পথচারি ও ছিন্নমুল মানুষদের স্বল্পমূল্যে মাস্ক ক্রয়ে সহযোগিতা করছেন আনসার-ভিডিপি সদস্যরা। উপজেলার দাউদপুর ইউনিয়ন আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সহযোগিতা ও দিক নির্দেশনায় আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সহযোগিতায় ও তার দিক নির্দেশনায় আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মানবিক দিক বিবেচনা করে এই কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমন রোধে সার্বিক বিষয় বিবেচনা করে আনসার-ভিডিপি সদস্যদের কাজে লাগানো হয়েছে। ঘরে বসে না থেকে জনগণের কল্যাণে উপজেলায় করোনা থেকে জনগণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশনা অনুযায়ী কাজ করবে আনসার-ভিডিপি সদস্যরা। সামাজিক দুরত্বে নিশ্চিত করতে হাট-বাজার থেকে শুরু করে দুরপাল্লার বাসেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করতে তৎপর থাকবে সদস্যরা। উপজেলার জনগণকে করোনা থেকে মুক্ত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে, যদি কেউ নির্দেশনা অমান্য করে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।