নবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে কাজ করছেন আনসার সদস্যরা

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
  

করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধ, সামাজিক দুরত্ব নিশ্চিত করণ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিসহ জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করছেন দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা। শনিবার (২০ জুন) সকাল থেকে ৩/৪ সদস্যের পৃথক পৃথক টিম উপজেলার হাট-বাজার, রাস্তার মোড়, জন সমাগম হতে পারে এমন সম্ভাব্য এলাকায় সারাদিন নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তারা। চৌরাস্তা মোড়, কবিরপুর তিনরাস্তা মোড়,   করোনা ভাইরাসের ভয়াবহতা বিষয়ে সচেতনতা ও অসহায়-দুস্থ, বৃদ্ধ, শিশু, পথচারি ও ছিন্নমুল মানুষদের স্বল্পমূল্যে মাস্ক ক্রয়ে সহযোগিতা করছেন আনসার-ভিডিপি সদস্যরা।  উপজেলার দাউদপুর ইউনিয়ন  আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সহযোগিতা ও  দিক নির্দেশনায় আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন  আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের  সহযোগিতায় ও তার দিক নির্দেশনায় আমরা  দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মানবিক দিক বিবেচনা করে এই কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, করোনা ভাইরাসের বিস্তার ও সংক্রমন রোধে সার্বিক বিষয় বিবেচনা করে আনসার-ভিডিপি সদস্যদের কাজে লাগানো হয়েছে। ঘরে বসে না থেকে জনগণের কল্যাণে  উপজেলায় করোনা থেকে জনগণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশনা অনুযায়ী কাজ করবে আনসার-ভিডিপি সদস্যরা। সামাজিক দুরত্বে নিশ্চিত করতে হাট-বাজার থেকে শুরু করে দুরপাল্লার বাসেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করতে তৎপর থাকবে সদস্যরা। উপজেলার জনগণকে করোনা থেকে মুক্ত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে, যদি  কেউ নির্দেশনা অমান্য করে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3167228821997110882

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item