পাগলাপীরে গরু নিয়ে দিশেহারা কৃষকরা


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুরের পাগলাপীরে বিভিন্ন স্থানে বদল, দামুর, গাভী সহ নানান জাতের গরু ও পশু-প্রানী গলা ফুলা, ফোসা পড়া ও পা ফুলা রোগে আক্রান্ত হয়ে পড়ায় গরু নিয়ে কৃষক সহ খামারিরা দিশে হারা হয়ে পড়ছেন। জানাগেছে সাম্প্রতি পাগলাপীর অঞ্চলে  বিভিন্ন জাতের গরু ও পশু-প্রানীর গলা ফুলা, ফোসা পড়া ও পা ফুলা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। চলতি জুন মাসের গত ২ সপ্তাহে পাগলাপীর অঞ্চলে শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে  এর মধ্যে সোয়া লক্ষ টাকা মূল্যোর ২টি গরু মারা গেছে। এদিকে এর রোগ থেকে গরু সহ পশু-প্রানীকে বাঁচাতে কৃষক ও খামারিরা পাগলাপীরের বিভিন্ন ঔষধ ফর্মেসীর দোকানগুলোতে জমাচ্ছেন ভিড়। ঔষধ ব্যবসায়ী সাজ্জাদ হোসেন পলাশ সাংবাদিককে বলেন সাধারনত  মশা মাছি দ্বারা এ রোগটি প্রবাহিত হচ্ছে। এ রোগের এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট ভ্যাকসিন নেই। এ রোগটি প্রচলিত চিকিৎসায় নিয়মে করা হয়। 

পুরোনো সংবাদ

রংপুর 3989848080244492095

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item