জলঢাকায় আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
https://www.obolokon24.com/2020/06/Y.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ সংগ্রাম অর্জনে গৌরবময় পথচলার ৭১ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার (২৩ জুন) সন্ধায় প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, যুবনেতা হাচানুর রহমান চৌধুরী রাজীব ও ছাত্রলীগ নেতা আজম সরকার প্রমুখ। সভায় বক্তারা, করোনা ভাইরাসের সংক্রমণ প্রাদুর্ভাব এড়াতে সকলকে সচেতন থাকার আহবান জানান। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। উপজেলা আ'লীগের আয়োজনে এসময় উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।