সৈয়দপুরে শহীদ আমিনুল হকের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত
https://www.obolokon24.com/2020/06/Saidpur_28.html
রবিবার (২৮ জুন) নীলফামারীর সৈয়দপুরে শহীদ আমিনুল হকের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে অস্থায়ী শহীদবেদিতে পুস্প মাল্য অর্পণ, শহীদের স্মরণে এক মিনিট নীরবতা এবং এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর পৌরসভা সড়কের শ্যামলালের আগরওয়ালা গোডাউন সংলগ্ন এলাকায় আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে সৈয়দপুরের প্রথম শহীদ মাহাতাব বেগের সন্তান মির্জা মো. সালাউদ্দিন বেগ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসীন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ. কে. এম রাশেদুজ্জামান রাশেদ, বঙ্গবন্ধু পরিষদ এর সহ সভাপতি মো. মোনায়মুল হক, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক এম আর আলম ঝন্টু, সংস্কৃতিকর্মী মো. আতাউর রহমান ময়না, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মেহেদী হাসান ওরফে সুরুজ মন্ডল, আওয়ামী তাঁতী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, তাঁতী লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মাসুদুর রহমান লেলিন প্রমূখ।
পুরো স্মরণ সভাটি সঞ্চালনা করেন শহীদ পরিবারে সদস্য মো. তামিম রহমান ।
র আগে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, শহীদ সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১ এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে অস্থায়ী শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
প্রসঙ্গত, শহীদ আমিনুল হক ছিলেন শহীদ ডা জিকরুল হকের ছোট ভাই এবং আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসীনেরর বাবা। তাকে ১৯৭১ সালে ২৮ জুন শহীদ আমিনুলকে টুকরো টুকরো করে কেটে শহরের পৌরসভা সড়কের শ্যামলালের গোডাউনে পুঁতে রাখে পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরা।