তিস্তায় পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে
https://www.obolokon24.com/2020/06/Dimla_30.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে তিস্তা নদীতে পানি কমলেও ভাঙ্গন বেড়েছে। আজ মঙ্গলবার(৩০ জুন/২০২০) সকাল থেকে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ নামলেও গত চারদিন বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তার বন্যার পানি কিছুটা নেমে গেলেও ভাঙ্গন বেড়েছে। এতে নতুন করে ডিমলা উপজেলাার ছাতুনামা, বাইশপুকুর, চরখড়িবাড়ি ও কিছামত ছাতনাই এলাকায় আরো ৩৯টি বসতঘর নদীতে বিলিন হয়েছে। গত দুইদিন ধরে তিস্তা অববাহিকায় বৃস্টিপাত ছিলনা। এ ছাড়া উজানের ঢলও কমে আসে। এসে তিস্তা নদীর বন্যার কিছুটা উন্নতি ঘটে বলে নিশ্চিত করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার(৩০ জুন/২০২০) তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (৫২.৬০) ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। #