ডিমলায় তিস্তা নদী থেকে ভুট্টার চালান আটক
https://www.obolokon24.com/2020/06/Dimla_13.html
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : তিস্তা নদী পথে নিয়ে আসা ভারতীয় ১০০ বস্তা ভুট্টার চালান আটক করেছে ডিমলা থানা পুলিশ।
গতকাল বিকাল ৩টায় নীলফামারী ডিমলা উপজেলা ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন তেলির বাজার গোড়িং সংলগ্ন তিস্তা নদী থেকে এ চালান আটক করা হয়। ডিমলা থানার সাব-ইন্সপেক্টর আখতারুজ্জামান ও তার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টাবাহী নৌকা আটক করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, আটককৃত ভুট্টার বাজার মূল্য রাষ্ট্রীয় কোষাখাতে জমা করা হবে। তবে কে বা কারা জড়িত এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, স্বাক্ষ্য প্রমাণ ছাড়া কিছুই বলা যাচ্ছে না।