দেবীগঞ্জে সাঈদীকে প্রধানমন্ত্রী, আযাহারীকে ধর্মমন্ত্রী করে কল্পিত মন্ত্রীসভা ফেসবুকে পোস্ট করায় যুবক গ্রেপ্তার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে প্রধানমন্ত্রী ও ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে ধর্মমন্ত্রীসহ মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ কয়েকটি পদে জামায়াত ও বিএনপি জোটের কয়েকজন নেতার ছবি ও নামসহ কল্পিত মন্ত্রীসভার ছবি শেয়ার করায় আব্দুর রহিম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  
আব্দুর রহিমের বাড়ি উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া এলাকায়। সে ওই এলাকার নায়েব আলীর ছেলে। 
সোমবার মধ্য রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রবিউল হাসান সরকার। মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ওই যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, ধর্মমন্ত্রীর জায়গায় মিজানুর রহমান আজহারী, অর্থমন্ত্রীর জায়গায় আন্দালিব রহমান পার্থসহ মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ কয়েকটি পদে তার মনগড়া নেতাদের নাম বসিয়ে কল্পিত মন্ত্রীসভার চিত্র একে পোস্ট দেয়। সেখানে ওই যুবক লিখে যে, এই ব্যক্তিরা যদি সরকার পরিচালনা করতো তাহলে কতই না ভাল হতো। তার এই পোস্ট করার পর পরই স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে তারা বিষয়টি পুলিশকে জানালে সোমবার মধ্য রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন দেবীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক গোলজার হোসেন। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 497957682367175135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item