ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন


পীরগাছা(রংপুর)প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় ডাকবাংলো সংলগ্ন ভাড়া বাসাসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলায়। তিনি ব্যাংক এশিয়ার (এজেন্ট ব্যাংকিং) পীরগাছার পাওটানাহাট শাখায় কর্মরত।

সোমবার (৪ মে) সকালে স্থানীয় প্রশাসন ওই কর্মকর্তার ভাড়া বাসাসহ ১০টি বাড়ি লোকডাউন ঘোষণা করেন।

জানা যায়, গত ৩০ এপ্রিল পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রোববার (৩ মে) নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তিনি করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গত বুধবার ভর্তি হন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন রাতেই তিনি পালিয়ে যান। তিনি ব্যাংক এশিয়ার (এজেন্ট ব্যাংকিং) পীরগাছার পাওটানা শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন বলেন, করোনা পজেটিভ আসায় তার ভাড়া বাসাসহ ১০ বাড়ি লকডাউন করা হয়েছে।

পুরোনো সংবাদ

হাইলাইটস 6822323444308282519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item