চিলাহাটিতে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের পাশে গ্রামীন ব্যাংক

আশরাফুল হক কাজলঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সংগ্রামী ভিক্ষুক সদস্যদের পাশে দাঁড়িয়েছে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন  ব্যাংক। তার অংশ হিসেবে আজ সোমবার (১৮মে) দুপুরে নীলফামামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী শাখা গ্রামীন ব্যাংক এর পক্ষ হতে অফিস চত্বরে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের খাদ্য দ্রব্য সামগ্রী ও নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামীন ব্যাংকের ভোগডাবুরী শাখা ম্যানেজার আবুু সৈয়দ মিঞার সাথে ব্যাংকের অফিসার আব্দুল মজিদ, গোলাম রব্বানী, আব্দুর রহমান ও দ্বিতীয় স্বাক্ষরকারী তোফায়েল আহমেদ এই সহায়তা তুলে দেন। সহায়তার মধ্যে ২৬০০ টাকার সমপরিমান চাল, আলু, সয়াবিন তেল, মুশুর ডাল, লবণ, পেঁয়াজ,গোছল করা সাবান,কাপড় কাঁচা সাবান, সেমাই, চিনি প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে নগদ ৬০০ টাকা করে প্রদান করা হয়। উল্লেখ্য যে উক্ত শাখার পক্ষ থেকে ২য় দফায় ৪র্থ বার এই সহায়তা প্রদান করা হলো।
ত্রান পেয়ে সংগ্রামী সদস্যরা বলেন, চরম এই সংকট মূহুর্তে সহায়তা পেয়ে আমরা খুব আনন্দিত।

পুরোনো সংবাদ

নীলফামারী 92861265262201490

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item