ডোমার উপজেলায় চলছে ঢাকার যাত্রী আনা-নেওয়ার জমজমাট ব্যবসা


এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ পুরো বিশ্ব জুড়ে এখন চলছে করোনা ভাইরাসের মহাতান্ডব। বিশ্বের প্রতিটি দেশই এখন চরম ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও তার মধ্যে একটি। বিশ্বে প্রতিটি দেশ ঝুঁকির মধ্যে থাকলেও কিছু দেশের লকডাউন তুলে দেওয়া হয়েছে। দেশের প্রায় প্রতিটি জায়গায় ছোট-খাট নিত্যপ্রয়েজনীয় কিছু দোকান খুলে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্যে। কিন্তু, কিছু অসচেতন ব্যক্তি রয়েছে যারা সংক্রমনের তোয়াক্কা না করে, কিছু টাকার লোভে মানুষদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
দেশের প্রায় প্রতিটি অঞ্চলের লোক জীবিকার জন্যে ঢাকায় কাজ করে। করোনা ভাইরাসের কারনে বাস-ট্রেন ও বিভিন্ন যানবাহন বন্ধ থাকার কারনে অনেকেই সেখানে আটকে পরে আছে। যার কারনে দেখা গেছে, শুধু টাকার লোভে ব্যক্তিগত গাড়িগুলো অতিগোপনে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ঢাকা থেকে যাত্রী নিয়ে এসে আবার পুনরায় যাত্রী নিয়ে ঢাকায় চলে যাচ্ছে। প্রশাসনের লোকজন বিভিন্ন জায়গার প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহন আটক করলেও এই সকল প্রাইভেট গাড়িগুলো বিকল্প পথ দিয়ে চলাচল করে এই ব্যবসা চালিয়ে আসছে। গত ২ দিন আগে ডোমার উপজেলার চিলাহাটি থেকে ২৪ জন ঢাকাগামি পেসেন্জার নিয়ে ২টি মাইক্রো অনায়েসে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার সেই মাইক্রো ২টি ১দিন পর আবারও ঢাকা থেকে ২৪জন ব্যক্তিকে নিয়ে চলে আসে। প্রতিটি ব্যক্তি ১৪/১৫’শত টাকার বিনিময়ে অতিগোপনে এই মাইক্রো যোগে যাত্রী আনা নেয়া করছে। অপর এক স‚ত্রে জানা গেছে, এই ব্যবসায়ীরা অতিগোপনে ঢাকা যাওয়ার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে এবং কিছু দালালদের মাধ্যমে ঢাকার যাত্রী জোগাড় করে অধিক টাকার বিনিময়ে সেই গাড়িগুলো ঢাকা যাচ্ছে। বর্তমানে এই প্রাইভেট গাড়ির ব্যবসাটি জমজমাটভাবে চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8115387574290309026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item