পার্বতীপুরে রেলওয়ে ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনার বিভাগীয় তদন্ত শুরু


এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ    পার্বতীপুরের চাঞ্চল্যকর রেলওয়ে ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ সোমবার তদন্ত কমিটির সদস্যবৃন্দ ঘটনাস্হলে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছেন৷ 
  জানা গেছে, রোববার বিকেলে খুলনা থেকে পার্বতীপুর অভিমুখে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ৷ রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-২) মোঃ আব্দুর রহিমকে  প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর তিন সদস্য হলেন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই/পাকশী) আশিষ কুমার মন্ডল, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমানডেন্ট রেজওয়ানুল রহমান ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও/পাকশী) নাসির উদ্দীন। কমিটিকে  তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর সার্কেলের প্রধান পরিদর্শক (সিআই) ইমদাদুল হক জানান- খুলনা থেকে তেল নিয়ে একটি লরি (কেপি-৭ আপ) পার্বতীপুর আসার পথে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদীবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় ইঞ্জিন থেকে তেল চুরির সময় তেলসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়৷ 

পুরোনো সংবাদ

দিনাজপুর 633268832875544947

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item