পীরগাছায় করোনায় আক্রান্ত ২, আবাসিক ভবনসহ ৬ বাড়ি লকডাউন

পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ  
প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত দু ই জনকে শনাক্তের ঘটনায় পীরগাছা থানার একটি আবাসিক ভবনসহ ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।
শনিবার সন্ধায় পীরগাছা থানার আক্রান্ত উপ-পরিদর্শকের (এসআই) অবস্থান করা আবাসিক ভবনটি লকডাউন করা হয়। তাকে বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের আরাজীদেবু গ্রামের এক নারীর বাড়িসহ ৬ বাড়ি লকডাউন করা হয়। তবে তিনি বাড়িতেই অবস্থান করছেন।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন বলেন, গত শুক্রবার পীরগাছা থানায় কর্মরত এক উপ-পরিদর্শক(এসআই) ও এক নারীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের দুই জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা দুজনে সুস্থ রয়েছে।

ইউএনও জেসমীন প্রধান বলেন, আবাসিক ভবনসহ ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত দু’জনের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

হাইলাইটস 8036107761577651990

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item