সৈয়দপুর যুবলীগ নেতা দিলনেওয়াজ খানের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে সাড়ে তিন শত মুরগী বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 চলমান বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় গরীব ও দুস্থদের মাঝে মুরগী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুব লীগ সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক ও সমাজসেবক দিলনেওয়াজ খানের ব্যক্তিগত উদ্যোগে ওই মুরগী বিতরণ করা হয়।
 শহরের মুন্সীপাড়াস্থ রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় যুব লীগ নেতা দিলনেওয়াজ খান উপস্থিত থেকে দুস্থদের হাতে ওই মুরগী তুলে দেন। এ সময় উদর্‚ভাষী ক্যাম্পের নেতা মাজিদ ইকবালসহ উপজেলা আওয়ামী লীগের যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
ওই দিন এলাকার কর্মহীন অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে সাত শত গ্রাম ওজনের একটি করে সাড়ে তিন শত মুরগী বিতরণ করা হয়েছে।
 এ ধরনের ব্যতিক্রম কর্মস‚চির বিষয়ে যুবলীগ নেতা দিলনেওয়াজ খান বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশে এক মাসের বেশি সময় ধরে মানুষ ঘরবন্দী অবস্থায় রয়েছেন। এতে শ্রমজীবী মানুষ একেবারে কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া চলতি পবিত্র রমজান মাসে এমন দ‚র্বিসহ পরিস্থিতিতে গরীব অসহায় ও দুস্থ মানুষরা খেয়ে না খেয়ে রোজা করছেন। সরকারি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষজন চাল, চাল তেল, লবন, আলু ও কাঁচা সবজি তরিতরকারি খাদ্য সহায়তা পাচ্ছেন। কিন্তু দুস্থরা নগদ অর্থাভাবে এক বেলাওর জন্যও মাছ মাংস কিনে খেতে পারছেন না। তারা শাকসবজি দিয়ে প্রতিদিন সেহরি খেয়ে রোজা পালন করছেন। তাই দুস্থ মানুষেরা যাতে এক বেলা হলেও মাছ ও মাংস দিয়ে সেহরি খেয়ে রোজা পালন করতে পারেন সেই চিন্তা ভাবনা থেকে মুরগী বিতরণের এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীতে দুস্থদের মাঝে মুরগী ছাড়াও মাছ বিতরণ করা হবে। তাঁর এ মুরগী ও মাছ বিতরণ কর্মস‚চি অব্যাহত খাকবে বলে জানান 

পুরোনো সংবাদ

নীলফামারী 5001111844615096474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item