চিলাহাটির পূর্ব খানকাশরীফ সরকারপাড়ায় ওয়াক্তিয়া মসজিদের উদ্বোধন


এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি পূর্ব খানকাশরীফ সরকারপাড়া এলাকাবাসীর উদ্দোগ্যে কয়েকজন যুবকের সম্মিলিত চেষ্টায় একটি পুকুর ভরাট করে, সেই জমির উপর আধাপাকা মসজিদ নির্মান করে গত ৪ঠা মে ২০২০ইং মাগরিবের নামাজের মধ্যদিয়ে এই রমজান মাসে মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। জানা গেছে, পূর্ব খানকাশরীফ সরকারপাড়া গ্রামের একরামুল ও তার চাচাতো বোন জোসনা এই মসজিদটি নির্মানের জন্য ৫’শতক জমি এই মসজিদটি নির্মানের জন্য দান করেন। দানকৃত জমিটিতে একটি বড় পুকুর ছিল। সেখানে ৭০/৮০ হাজার টাকা খরচ করে মাটি ভরাটের পর সেই জমির উপর নির্মান করা হয় ওয়াক্তিয়া নামাজঘর। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরেই মধ্যে রয়েছে, আব্দুর রহিম জুয়েল, আব্দুস সালাম, বাদল, কামরুল, রাইসুল ইসলাম বাবু, রেজওয়ানুল করিম, মনির হোসেন, মিন্টু, মিজানুর ও জহুরুল। তাদের সাথে কথা বলে জানা গেছে, “বর্তমান করোনা ভাইরাসের কারনে এই রমজান মাসে আল্লাহ্র ইবাদত করার জন্য মসজিদ্ েযাওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া সরকারের আইনকে অমান্য করে ইবাদত করা সম্ভব না। তাই আমরা এলাকাবাসীর উদ্দোগ্যে এই ওয়াক্তিয়া মসজিদ্ নির্মান করেছি। এতে প্রায় ব্যয় হয়েছে দেড় লাখ টাকার মতো। তবে অনেক দানশীল ব্যক্তিও এই কাজের জন্য সাহায্য করেছেন”।

পুরোনো সংবাদ

নীলফামারী 9893575823953944

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item