পাগলাপীরে সমাজসেবক আব্দুল লতিফ আর নেই
https://www.obolokon24.com/2020/05/blog-post_19.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুরের পাগলাপীরের গোকুলপুর ধনীপাড়া গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ আব্দুল লতিফ আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ১৮ই মে বাদ আছর রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না নিল্লাহি.....রাজিউন), তার বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, পুত্রবধূ, জামাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযার নামাজ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন সহ পাগলাপীরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবাযক হাবিবুর রহমান সেলিম সহ সকল নেতৃবৃন্দ। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।