সৈয়দপুরে খাতামধুপুর সর্দারপাড়া বড় মসজিদের নির্মাাণ কাজের উদ্বোধন


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুর খাতামধুপুর  সর্দারপাড়া বড় জামে মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে। রবিবার ওই দোতলা মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তির মাটি কেটে  এর উদ্বোধন করেন এলাকার সমাজসেবক মো. মকবুল হোসেন।
এ সময় সর্দারপাড়া গ্রামের বাসিন্দা ও কৃতি সন্তান এবং সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাত করা হয়। 
 মসজিদ সংশ্লিষ্ট সূত্র জানায়, খাতামধুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামে এক দশমিক ৫ একর জায়গায়জুড়ে সর্দারপাড়া মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। দ্বিতল মসজিদটির মোট আয়তন হচ্ছে তিন হাজার বর্গফুট। মসজিদের সঙ্গে থাকবে একটি এতিমখানাও। প্রথম অবস্থায় সর্দারপাড়া গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু  করা হয়। সর্দারপাড়া বড় মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজে সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2422420562621202061

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item