পাগলাপীরে শ্রমিকদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লকডাউনে রংপুরের পাগলাপীরে ক্ষতিগ্রস্থ অসহায় মটর শ্রমিক, অটো শ্রমিক ও হোটেল শ্রমিকদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার ১৪ ই মে বিকাল ৩টায় শিক্ষানগরী পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনটি শ্রমিক সংগঠনের সাড়ে ৩ শ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, হাফ কেজি ডাল, হাফ কেজি তেল ও ত্রাণ সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত সাদিয়া সুমি ও অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন উক্ত ত্রাণ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, আওয়ামীলীগ উপজেলা কমিটির কার্য নির্বাহী সদস্য কাজল মিয়া, পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ মিয়া, সম্পাদক ও লিটন মিয়া, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় বিশিষ্ট্যজনরা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অত্র পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লকডাউনে মটর শ্রমিক, কুলি, রেঁস্তোরা শ্রমিক, দিনমজুর সহ সমাজের নানা পেশার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এদের মধ্যে দিনমজুর, রাজমিস্ত্রি সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ নানা সামাজিক কর্মকান্ড করে জীবিকা নির্বাহ করে চলতে পারলেও বাস-কোচ, অটো-সিএনজি, রিক্সা-ভ্যান ও হোটেল-রেঁস্তোরা বন্ধ হওয়ায় শ্রমিকদের জীবন-যাপন চলছে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম আত্মমানবেতর মধ্যে দিয়ে। তাই এই সব ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পাশে থাকার জন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহŸান জানান। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পরিবারে ত্রাণ সহ ঈদ সামগ্রী বিতরণ করায় সরকার ও সদর উপজেলার চেয়ারম্যান সহ প্রশাসনকে অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান ইকবাল হোসেন। 

পুরোনো সংবাদ

রংপুর 434053558003900227

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item