নীলফামারীতে সংসদ সদস্যের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি ৯ মে\ নীলফামারীতে সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের উদ্যোগে চার’শ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও নীলফামারী পৌরসভার সহায়তায় সামাজিক দুরত্ব বজায় রেখে এসব বিতরণ করা হয় শেখ কামাল স্টেডিয়ামে।
এতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমদু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, ছোলা, সাবান ও মিষ্টি কুমড়া। 
নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, চার’শ জনের মধ্যে পৌর এলাকায় দু’জন এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় দু’শ জনকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর আগেও সাংসদ নুরের পক্ষে নীলফামারী সদরের ১৫ ইউনিয়নে প্রায় ৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 9102593979438641233

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item