ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে গণপরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ।


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে গণপরিবহন শ্রমিকরা ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বাস টার্মিনালে। এ ঘটনায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গণপরিবহন শ্রমিকরা। 

সোমবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর চৌধুরী পাম্পের সামনে সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন গণপরিবহন শ্রমিকরা। 

স্থানীয় গণপরিবহন শ্রমিকরা জানান, করোনাভাইরাসে কারণে আমরা কর্মহীন হয়ে পড়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। বার বার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়েছি। 

বাসস্ট্যান্ড এলাকার রুবেল জানান করোনাভাইরাসের কারণে আমরা কোনো কাজ করতে পারতেছি না। আমার পরিবারের সবাই কয়েকদিন থেকে আলু সিদ্ধ করে খাচ্ছি। কোনো ত্রাণ সামগ্রী না পাওয়ায় আজ বাধ্য হয়ে রাস্তায় আসছি। 

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন ঘটনাস্থলে এসে এলাকাবাসীর ও গণপরিবহন শ্রমিক এর সাথে কথা বলে তাদের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিলে স্থানীয়রা ফিরে যান। 

পুরোনো সংবাদ

নির্বাচিত 8388372773847800381

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item