সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা


নীলফামারী প্রতিনিধি: জেলার সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ও নি¤œমানের উপকরণ দিয়ে লাচ্ছা তৈরী ও বাজারজাতকরণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার শহরের বিভিন্ন কনফেকশনারীতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (নীলফামারী জেলার দায়িত্ব) বোরহান উদ্দিন, সৈয়দপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন। এসময় অভিযানিক দলকে সহযোগিতা করে র‌্যাব-১৩ নীলফামারীর সদস্যবৃন্দ।
অভিযানে শহরের নতুন বাবুপাড়ার ডায়মন্ড বেকারীর মালিক ও কনফেকশনারী ও বেকারী মালিক সমিতির রংপুর বিভাগীয় সভাপতি মোঃ আখতার হোসেন পাপ্পুর ৪৫ হাজার টাকা, সৈয়দপুর প্লাজা সংলগ্ন তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনের আশা বেকারীর ৫৫ হাজার এবং জাফর বেকারীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5634347909835910909

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item