এফবিসিসিআই কর্তৃক নীলফামারী জেনারেল হাসপাতালে উন্নতমানের পিপিই ও মাক্স প্রদান


স্টাফরিপোর্টার,নীলফামারী নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ নিরাপত্তায় উন্নতমানের ২৫টি পিপিই ও ৫০টি মাক্স সহায়তা করেছেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ এফ ফাইম। তার প্রেরিত এ সব পিপিই ও মাক্স গুলো আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মনের কাছে হস্তান্তর করে নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ভাস্ট্রিজের নেতৃবৃন্দ। 
হাসপাতাল চত্তরে এসব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মারূফ জামান কোয়েল, সাবেক সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু , সচেতন নাগরিক কমিটির (সনাক) তাহমিনুল হক, চেম্বার অফ কমার্সের সহসভাপতি ফরহানুল হক, নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী।
নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড  ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মারূফ জামান কোয়েল জানান, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ এফ ফাইম এসব উন্নতমানের পিপিই ও মাক্স সহায়তা করেন।#

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2166796306203394350

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item