উত্তরাঞ্চলের ৫ হাজারের অধিক কুষ্ঠ প্রতিবন্ধীদের নগদ অর্থ দিলো দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল- বাংলাদেশ


নীলফামারী প্রতিনিধি মহামারি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে পাঁচ হাজার ৪১ জন অসহায় কুষ্ঠ প্রতিবন্ধীকে নগদ অর্থ সহায়তা দিয়েছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল- বাংলাদেশ। 
আজ শুক্রবার নীলফামারীর দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উত্তরাঞ্চলের সমাজভিত্তিক পুনঃবাসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান 
কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের জন্য ত্রাণ সহায়তা কর্মসুচী ২০২০ প্রকল্পের আওতায় “দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-“ইউকে” কর্তৃক ২৫ লাখ ৭১ হাজার টাকা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত স্বনির্ভর দলের সদস্য সদস্যাদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে (মোবাইল একাউন্ট বিকাশ বা নগদ) কর্ম এলাকার ৫ হাজার ৪১ জনের মাঝে বিতরন করা হয়। 
সুত্র মতে কুষ্ঠ আক্রান্ত প্রতিবন্ধীদের মধ্যে নীলফামারী জেলার ১ হাজার ৪৩৮ জনকে ৭ লাখ ১৯ হাজার,পঞ্চগড় জেলায় ৭৬২ জনকে ৩ লাখ ৮১ হাজার, ঠাকুরগাও জেলায় ৬৫৪ জনকে ৩লাখ ২৭ হাজার টাকা, রংপুর জেলায় ১ হাজার ৫৬৪ জনকে ৭ লাখ ৮২ হাজার টাকা এবং দিনাজপুর জেলার ৪টি উপজেলায় (সদর, চিরিরবন্দর, পার্বতীপুর ও ফুলবাড়ী) এলাকার ৬২৩ জনকে ৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা পায়। টাকা প্রেরনে তাদের প্রত্যেকে টাকা উত্তোলনের খরচ বাবদ অতিরিক্ত ১০ টাকা হারে প্রদান করা হয় মোট ৫০ হাজার ৪১০ টাকা।# 

পুরোনো সংবাদ

নীলফামারী 2559491155235453059

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item