প্রধানমন্ত্রীর প্রতি ম্যাব প্রেসিডেন্ট এর বিশেষ কৃতজ্ঞতা


নীলফামারী প্রতিনিধি দেশের পৌরসভাগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই প্রথম সরকার প্রধানের কাছ থেকে পৌরসভাগুলো বিশেষ প্রণোদনা পেলো যা পৌরসভাগুলোর সংগঠন ম্যাব এর প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ আকুতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে।
মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) সুত্র জানায়, করোনা প্রার্দুভাবের কারণে পৌরসভাগুলোর নিয়মিত আয় বন্ধ হয়ে যায় এরপরও সকল প্রকার ছুটি বাতিল করে কর্মকর্তা কর্মচারীরা নাগরিক সেবা দিয়ে আসছে নিরলসভাবে। 
নিয়মিত সেবার পাশাপাশি করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা, জীবানু নাশক ¯েপ্র, লিফলেট বিতরণ, সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় পৌরসভার উদ্যোগে।নিয়মিত আয় বন্ধ হয়ে পড়ায় জরুরী সেবাসমুহ চালু রাখতে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করতে হচ্ছিলো। এরফলে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান অনিশ্চিত হয়ে পড়ে এমনকি দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় অনিশ্চয়তা দেখা দেয়।
এরইমধ্যে গত চার মে করোনা পরিস্থিতি নিয়ে নীলফামারী জেলার সাথে ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হলে ম্যাব প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পৌরসভাগুলো চরম দুর্দশার কথা তুলে ধরেন। বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করেন প্রধানমন্ত্রী।ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ বলেন, আগামী ছয় মাস ৩২৮টি পৌরসভার কর্মকর্তা 
কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য ছয়শ কোটি টাকা প্রয়োজন হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর 
কাছে লিখিত ভাবে সংগঠনের প্যাডে আবেদন করি সভাপতি- সাধারণ স¤পাদকের যৌথ স্বাক্ষরে। স্থানীয় সরকার মন্ত্রনালয় ইতোমধ্যে ২০ কোটি টাকা দিয়েছেন।
ভিডিও কনফারেন্সের পর জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের 
বিষয়ে এগিয়ে এসে ২৫কোটি টাকা দেয়ার ঘোষণা দেন বৃহ¯পতিবার।আমরা ধন্য। কৃতজ্ঞতা জানাই তার প্রতি। এরফলে উপকৃত হবে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ, এই প্রথম সরকার প্রধানের কাছ থেকে সরাসরি কিছু পেলো পৌরসভাগুলো।আমরা বাংলাদেশ পৌরসভা সমিতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

পুরোনো সংবাদ

নীলফামারী 3420234224388012324

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item