জলঢাকায় পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটলো দুর্বৃত্তরা
https://www.obolokon24.com/2020/05/Jaldhaka.html
নীলফামারীর জলঢাকা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিস্তা ক্যানেলের ৩টি গাছ কেটে স'মিলে বিক্রি করার সময় আটক করেছে স্থানীয় জনতা। স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি ওই গাছ কেটে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার বড়ঘাট সংলগ্ন তিস্তা সেচ ক্যানেলের ৩টি ইউক্যালিপটাস গাছ কেটে ২২ পিচ করে বড়ঘাটে অবস্থিত লেবুর স'মিলে নিয়ে আসিলে স্থানীয় জনতা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছগুলো জব্দ করেন।
সরকারি গাছ স'মিলে কেন? এমন প্রশ্নের জবাবে মিল মালিক লেবু জানান, প্রতিদিন কত মানুষ গাছ কাটতে মিলে আসে কোনটা সরকারি আর কোনটা বেসরকারি আমি চিনবো কি করে? তবে রবিবার বিকেল ৩টার দিকে একটি টলিতে করে গাছগুলো মিলে আনা হয় এবং গাছের গুল কে পাঠিয়েছে জানতে চাইলে চালক জানান কামরুল আর নুর পাঠিয়েছে। গাছ কাটার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মোঃ একরামুল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কথা বলেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।