বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের বিক্ষোভ


এম এ আলম বাবলু,পার্বতীপুর( দিনাজপুর ) প্রতিনিধিঃ 
চলতি সালের এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির দক্ষিণ গেটে আজ মঙ্গলবার সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দেশি শ্রমিকরা। বেতন না পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমিক নেতারা।

কয়লা খনি শ্রমিক ইউনিয়নের নেতা রবিউল ইসলাম জানান, করোনার কারনে ২৬ মার্চ থেকে সাধারন ছুটির আওতায় কর্মহীন রয়েছে খনিতে কয়লা তোলার (উত্তোলন) কাজে নিয়োজিত প্রায় ১২শত শ্রমিক। প্রতিমাসের বেতন ভাতা পরবর্তী মাসের ৫ তারিখে পরিশোধের নিয়ম থাকলে আজ জানতে পারেন বকেয়া বেতন পরিশোধে কোন ব্যবস্থা নেননি খনির কর্মকর্তারা।

এর আগে নির্ধারিত সময়ে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিলেন খনির কর্মকর্তারা। কিন্তু টালবাহানার কারনে ক্ষিপ্ত শ্রমিকরা বেতনের দাবিতে তাৎক্ষনিকভাবে খনির দক্ষিন প্রবেশ পথে অবস্থান নিয়েছে। বকেয়ার কারনে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে শ্রমিক পরিবারে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবেননা তারা।

অন্যদিকে নিজস্ব চীনা শ্রমিক দিয়ে প্রতিদিন কিছু কিছু করে কয়লা তুলছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3200114716956610064

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item